Thursday, 17 March 2016

-:অন্তর্নিহিত:-

মহাভারত কে ঘৃণা করি আমি ।/ যে ধরিবাজ/ গীতার বাণীর আঢ়ালে / কাপুরুষতা আর নমক্হারামীকে / বাহব্বা দিয়েছে / সেই নোংরা রাজনীতির / ধারক বাহক কে ঘৃণা করি আমি ।/ মহাভারতের অন্তর্নিহিত সত্যি / হয়তো আজও কোনো ধ্বংসস্তুপে/ মিথ্যের গাঁথা নিয়ে / মাথা গুঁজে পরে আছে/ সেই নষ্ট মহাভারতের/ কোনো চরিত্র / আমি তাই মানতে নারাজ।/ সুতরাং / আমি অসত্য চারিত্রিক দৃঢ়তাকে / কুলোষিতো করবো বার বার / মস্তিষ্কের শিরা উপ শিরা থেকে।/ জয় (প্রাচীন বিদ্বেষী নাম)

No comments:

Post a Comment