Wednesday, 9 March 2016

......প্রাপ্তি...... এক অযাচীত প্রতিযোগীতায় / নাম লিখিয়েছি /সেই ছোট্টবেলা থেকেই ।/ বড় হওয়ার প্রতিযোগীতা ।/ প্রতিযোগীতাটি কি ? / বা কেনো /বোঝার আগেই ,/ এক আকাশকুষুম কল্পনাকে / বেঁধে দেওয়া হয়েছিলো সামনে।/ লক্ষবস্তু হিসেবে // সারাটা জীবনই /কেটে গেছে/সেই লক্ষভ্রমে ,/ কিন্তু প্রতিযোগীতার শেষে তো/ এটাই প্রত্যক্ষ হবে/ যে সবই মরিচীকা ছিলো । / শেষ নিঃশ্বাস ছাড়া ,/ নিজের তো /আর / কিছুই ছিলো না । / জয়(প্রাচীন বিদ্বেষী নাম)


No comments:

Post a Comment