Friday, 11 March 2016

ইশারা

অপরাধ ,/ আজকাল /মোনালিসার বেশে আছিস তুই ।/ অদ্ভুত শান্ত দৃষ্টি তোর / আর /মোহময় হাসি ।/ তরুণ রক্তে /নেশা লাগবে না কেনো বল ?/ তোর ইশারায় তো /বিশ ও অমৃত পেয়ালা হয়েছে।/ মিছিল ??? / /এইতো সবে সন্ধা নামলো বন্ধু ,/ লাশকাটা ঘর /এখনো একলা পরে আছে । /তৈরি হও ,/ সামনে ঘোর সংগ্রাম। জয়(শুধুমাত্র একটা নাম)

No comments:

Post a Comment