Saturday, 12 March 2016

প্রতিচ্ছবি

ঘরের কোনে রাখা ছোট্টো টেবিল ক্লকটা ,
অনেক স্মৃতি নিয়ে একই জায়গায় পরে আছে ।
শুধু সময়দোয়ারে ,
এর চিত্রপটটা আজ অনেক আলাদা ।
জীবন মোর নিলেও স্মৃতিগুলো একই রয়ে গেছে ।
আয়না পুরোণো হলেও
প্রতিচ্ছবি আজ সম্পূর্ণ বদলে গেছে ।
জয়(শুধুমাত্র একটা নাম)

No comments:

Post a Comment