Sunday 27 March 2016

কাঙ্খিত

যখন/ গন্তব্য সন্ধানে /আমি দিশেহারা ।/ মন /ভালোবাসা / আর ভালোলাগার/ অবৈধ খেলায় মত্ত ।/ আমি তখন/ খোলা ফরমান দেই/ সমাজের উদ্দেশ্যে/ আমি /অসভ্য ছিলাম / অসভ্য আছি /অসভ্য থাকবো । / মনে আগুন লাগলে/ জলপ্রপাত হয়ে/ এগিয়ে যাওয়া / আমার /অভিপ্রায় নয়/ বরং / চরম ইন্ধনে ঝাপিয়ে / জ্বলে পুড়ে মরাই/ আমার কাঙ্খিত।/ জয় (প্রাচীন বিদ্রহী নাম)

No comments:

Post a Comment