Thursday 28 April 2016

....'হিংস্র সীমান্ত.'...

জানো? কিছু স্বপ্ন খামখেয়ালি থাকে... আর কিছু স্বপ্ন... হিংস্র পশু করে তোলে । লালসার শেষ সীমান্ত থেকে বলছি .... ফিরে এসো । আমার আভ্যন্তরিন ... আগ্নেয়গিরীর আঁচে পুরবে চলে এসো । বর যত্নসহকারে পুষেছি... এই বিশাক্ত মনকে । সেই বিশ দংশনে... তোমায়ও সোহাগ করবো চলে এসো । জয় (অতৃপ্ত একটা নাম)

...'মনে রেখো বৃষ্টির ছোঁয়া'....

শুধু বন্ধু হয়ে থেকো ।... আকাশ তো চাইলেই হওয়া যায় ।... কিন্তু ... মেঘ হয়ে বৃষ্টির ছোঁয়া .... কজন দেয় বলো ।.... তাই... ভালো থেকো ... মনে রেখো । জয় (শুধুমাত্র একটা নাম)

Wednesday 27 April 2016

.... আভাস....

ভাষাহারা মন ... আভাস পেয়েছে আবার... তোর ভালোবাসার । কে বলেছে ... পাওয়ার নামই শুধু ভালোবাসা । তোর এতদিনের জমানো রাগ ... আর আমার প্রতি জমানো ঘৃণা সেই ভালোবাসারই প্রমাণ নয় কি? জয় (শুধুমাত্র একটা নাম)

Wednesday 20 April 2016

....আফসোষ....

1) না বড় হলাম, না ছোটো রইলাম ... মনোবিচ্ছেদের দোরগোড়ায় এসে ... শুধু আত্মসমর্পণ করলাম । 2)সবাই বড় হচ্ছে , আর অভিগ্য হচ্ছে, আমার মনে শুধুই... অশনী সংকেত ... বাচ্চা দেখলে তাই... হিংসে হয় আজকাল... মনে হয়... আরো কিছু সময় ছিলো... শৈশবকে আঁকরে রাখার ... যে সময়টা চলে গেলো ... রেখে মনে রেষ ... তাকে নিয়েই ... জীবন বাঁচা ... এখন থেকে শেষ । জয় (শুধুমাত্র একটা নাম)

Sunday 27 March 2016

কাঙ্খিত

যখন/ গন্তব্য সন্ধানে /আমি দিশেহারা ।/ মন /ভালোবাসা / আর ভালোলাগার/ অবৈধ খেলায় মত্ত ।/ আমি তখন/ খোলা ফরমান দেই/ সমাজের উদ্দেশ্যে/ আমি /অসভ্য ছিলাম / অসভ্য আছি /অসভ্য থাকবো । / মনে আগুন লাগলে/ জলপ্রপাত হয়ে/ এগিয়ে যাওয়া / আমার /অভিপ্রায় নয়/ বরং / চরম ইন্ধনে ঝাপিয়ে / জ্বলে পুড়ে মরাই/ আমার কাঙ্খিত।/ জয় (প্রাচীন বিদ্রহী নাম)

পার্থক্য

*** তিব্র অনুশাসন আর বিশধর সাপের মধ্যে পার্থক্য কোথায় জানো ? সাপ রাজনীতি চেনে না । জয়(প্রাচীন বিদ্রহী নাম)***

Friday 25 March 2016

চোখ বন্ধ করে আমি কোনো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি না । শুধু ব্যর্থতার ইতিহাসগুলো আরো একবার তাজা হয়ে ওঠে । জয়(শুধুমাত্র একটা নাম)

Thursday 17 March 2016

-:অন্তর্নিহিত:-

মহাভারত কে ঘৃণা করি আমি ।/ যে ধরিবাজ/ গীতার বাণীর আঢ়ালে / কাপুরুষতা আর নমক্হারামীকে / বাহব্বা দিয়েছে / সেই নোংরা রাজনীতির / ধারক বাহক কে ঘৃণা করি আমি ।/ মহাভারতের অন্তর্নিহিত সত্যি / হয়তো আজও কোনো ধ্বংসস্তুপে/ মিথ্যের গাঁথা নিয়ে / মাথা গুঁজে পরে আছে/ সেই নষ্ট মহাভারতের/ কোনো চরিত্র / আমি তাই মানতে নারাজ।/ সুতরাং / আমি অসত্য চারিত্রিক দৃঢ়তাকে / কুলোষিতো করবো বার বার / মস্তিষ্কের শিরা উপ শিরা থেকে।/ জয় (প্রাচীন বিদ্বেষী নাম)

-:বিভেদ ভালোবাসা :-

ভালোবাসাকে আর ভালো চোখে বুঝি না আমি ।/ যে ভালোবাসায় /রোমিয়ো বদনাম হয়েছে ,/ তার কাছে আমার খোলা ফরমান্ ,/ ভালোবাসা/ আর ভালোলাগার মধ্যে / বিভেদ না করে ,/ নিজের স্নায়ুচাপকে স্খরণ করো ।/ রক্তচাপ দিশা পাবে । জয় (প্রাচীন বিদ্বেষী নাম)

Wednesday 16 March 2016

পুড়োনো মায়াজাল

জীবন মোরে /সুখী অধ্যায় / অলিখা রয়ে গেছে আজও।/ যে অধ্যায়ে /তোমার আনাগোনা ছিলো / সেই অধ্যায়/ আজও অপূর্ণ ।/ তাই রহস্যাবৃত নতুন অধ্যায়ের/ সূচনা করলাম না আর । কারণ/ পুড়োনো মায়াজাল এর/ বাঁধন ছিড়তে / এই দৃষ্টি আজও অপারগ ।/ জয় (শুধুমাত্র একটা নাম)

......অভাগার VELANTINE.......

হারানো দিন, ফিরে পাবো না মানি , সুখ-পাখিরাও,নীড় ছেড়ে গেছে জানি ! মনের গভীরে , দাগ কেটে গেছে, বহুরূপী কোনো তক্ষক । ইতিহাস যদি ঘুরে ফিরে আসে, বেঁচে নেবো আমি কিছু-ক্ষণ মাঝে! ৩০২ ধারায় দণ্ডিত আমি, নিজেই এ বিচার-রক্ষক ! মৃত্যুদূত যে এ একাকিত্ব , অপেক্ষাই এর শুধু কাঙ্খিত, প্রেমহীন হয়ে বেঁচে থাকা তো মৃত্যুরই সমকক্ষক!! বেঁচে আছি জানি, জীবন এ ও মানি , আমার নিজের কাঙ্খিত প্রেমই , আমার মনের ভক্ষক! ওরে ভক্ষক, তুইই রক্ষক, VELANTINE আর একাকিত্ব আজ, পরস্পরের সমার্থক!! জয় (শুধুমাত্র একটা নাম) আমি কি ,সত্যিই একজনকে ভালোবাসতে শিখেছি? নাকি মূহুর্তের ছলনা , কাঙাল করে আমায় বার বার সৌন্দর্য্যের আচ্ছাদনে! মায়াময় এই প্রতিটা মূহুর্ত জানি , অশালীন অশ্লীল আচরণ তাই গ্রাস করে আমায় প্রতিনিয়তো । সৌন্দর্য্য ? নাকি যৌনতার শুরশুরি? জানি না ,আর জানতেও চাই না!! সমাজ?!কিসের সমাজ ! তুইতো চোখ বেঁধে গান্ধারী হয়েছিস সেই অনেক আগেই! এবার তবে আমায় গ্রহণ কর! নতুবা নষ্টামো আর নষ্টালজিক-এ বিভেদ রাখতে শেখ । কেননা চেতনার সন্ধি বিচ্ছেদে আর যাই হোক আমি অভ্যস্থ নই!! । জয়(শুধুমাত্র একটা নাম)

Saturday 12 March 2016

প্রতিচ্ছবি

ঘরের কোনে রাখা ছোট্টো টেবিল ক্লকটা ,
অনেক স্মৃতি নিয়ে একই জায়গায় পরে আছে ।
শুধু সময়দোয়ারে ,
এর চিত্রপটটা আজ অনেক আলাদা ।
জীবন মোর নিলেও স্মৃতিগুলো একই রয়ে গেছে ।
আয়না পুরোণো হলেও
প্রতিচ্ছবি আজ সম্পূর্ণ বদলে গেছে ।
জয়(শুধুমাত্র একটা নাম)

Friday 11 March 2016

ইশারা

অপরাধ ,/ আজকাল /মোনালিসার বেশে আছিস তুই ।/ অদ্ভুত শান্ত দৃষ্টি তোর / আর /মোহময় হাসি ।/ তরুণ রক্তে /নেশা লাগবে না কেনো বল ?/ তোর ইশারায় তো /বিশ ও অমৃত পেয়ালা হয়েছে।/ মিছিল ??? / /এইতো সবে সন্ধা নামলো বন্ধু ,/ লাশকাটা ঘর /এখনো একলা পরে আছে । /তৈরি হও ,/ সামনে ঘোর সংগ্রাম। জয়(শুধুমাত্র একটা নাম)

Thursday 10 March 2016

নষ্ট অ্যসিড

আমি শান্ত ছিলাম ,আজ হিংস্র হবো । জটিল ভালোবাসাকেই ... তিলে তিলে আজ নষ্ট করবো । চাহিদা তুই করা নারা দিস ওদের দ্বারে । আজ হত্যা করে তকে আমি ইতিহাস হবো । ভালোবাসা তোর মৃতকোষে আজ অ্যসিড ঢালবো, তোকে ভেঙেদিয়ে তোর লাশের উপর দাবা খেলবো... যখন তুই কাতরে কাতরে নিথর হবি । তোর পোড়া লাশে আমি বীজয়ের ঝান্ডা গারবো । জয়(প্রাচীন বিদ্রহী নাম)

বিদ্বেশী

জীবন ক্ষয়ের মূহুর্তগুলোকে মনে হয় , ড্রিল করে আরো ধ্বংস করে দেই । রন্ধ্রে রন্ধ্রে এখন অসন্তোষ বিদ্যমান । সুযোগ পেলে তোকে অস্তরাগ শোনাবো , শেষবারের মতন । জয়(প্রাচীন বিদ্বেশী নাম)

Wednesday 9 March 2016

......প্রাপ্তি...... এক অযাচীত প্রতিযোগীতায় / নাম লিখিয়েছি /সেই ছোট্টবেলা থেকেই ।/ বড় হওয়ার প্রতিযোগীতা ।/ প্রতিযোগীতাটি কি ? / বা কেনো /বোঝার আগেই ,/ এক আকাশকুষুম কল্পনাকে / বেঁধে দেওয়া হয়েছিলো সামনে।/ লক্ষবস্তু হিসেবে // সারাটা জীবনই /কেটে গেছে/সেই লক্ষভ্রমে ,/ কিন্তু প্রতিযোগীতার শেষে তো/ এটাই প্রত্যক্ষ হবে/ যে সবই মরিচীকা ছিলো । / শেষ নিঃশ্বাস ছাড়া ,/ নিজের তো /আর / কিছুই ছিলো না । / জয়(প্রাচীন বিদ্বেষী নাম)


একটা অযাচীত প্রতিযোগীতায় / নাম লিখিয়েছি /সেই ছোট্টবেলা থেকেই ।/ বর হওয়ার প্রতিযোগীতা ।/ প্রতিযোগীতাটি কি ? / বা কেনো /বোঝার আগেই ,/ এক আকাশকুষুম কল্পনাকে / লক্ষ হিসেবে / সামনে বেঁধে দেওয়া হয়েছিলো ।// সারাটা জীবন / সেই লক্ষভ্রমেই কেটে যায় ,/ কবে পৌছাবো ? এর তারণায় / আর প্রতিযোগীতার শেষেও/ এটাই স্পষ্ট হলো/ যে সবই মরিচীকা ছিলো । / শেষ নিঃশ্বাস ছাড়া ,/ নিজের বলতে/ আর বোধহয় কিছুই থাকবে না । / জয়(প্রাচীন বিদ্বেষী নাম)


যে মুখোশ পরে আমি তোমার কাছে যাই । এই মুখোশ ঐ সমাজের ই দান , যে সমাজ সত্যের বাণী শোনায় , ভালোবাসা আর ভন্ডামি কে ঘৃণার চোখে দেখে, সেই সমাজই গোপনে নষ্টামি শিখায় । জয়(প্রাচীন বিদ্বেষী নাম)

যে মুখোশ পরে আমি তোমার কাছে যাই । এই মুখোশ ঐ সমাজের ই দান , যে সমাজ সত্যের বাণী শোনায় , ভালোবাসা আর ভন্ডামি কে ঘৃণার চোখে দেখে, সেই সমাজই গোপনে নষ্টামি শিখায় । জয়(প্রাচীন বিদ্বেষী নাম)

Monday 7 March 2016

কারণ চুড়ান্ত ভালোবাসায় বিচ্ছেদই শেষ পুরোষ্কার ।

আমি ভালোবাসার সাতকাহন জানি না ।
তবে চুড়ান্ত ভালোবাসাকে ভয় করি ।
কারণ চুড়ান্ত ভালোবাসায় বিচ্ছেদই শেষ পুরোষ্কার ।

জয়(শুধুমাত্র একটা নাম)