Thursday, 28 April 2016

....'হিংস্র সীমান্ত.'...

জানো? কিছু স্বপ্ন খামখেয়ালি থাকে... আর কিছু স্বপ্ন... হিংস্র পশু করে তোলে । লালসার শেষ সীমান্ত থেকে বলছি .... ফিরে এসো । আমার আভ্যন্তরিন ... আগ্নেয়গিরীর আঁচে পুরবে চলে এসো । বর যত্নসহকারে পুষেছি... এই বিশাক্ত মনকে । সেই বিশ দংশনে... তোমায়ও সোহাগ করবো চলে এসো । জয় (অতৃপ্ত একটা নাম)

...'মনে রেখো বৃষ্টির ছোঁয়া'....

শুধু বন্ধু হয়ে থেকো ।... আকাশ তো চাইলেই হওয়া যায় ।... কিন্তু ... মেঘ হয়ে বৃষ্টির ছোঁয়া .... কজন দেয় বলো ।.... তাই... ভালো থেকো ... মনে রেখো । জয় (শুধুমাত্র একটা নাম)

Wednesday, 27 April 2016

.... আভাস....

ভাষাহারা মন ... আভাস পেয়েছে আবার... তোর ভালোবাসার । কে বলেছে ... পাওয়ার নামই শুধু ভালোবাসা । তোর এতদিনের জমানো রাগ ... আর আমার প্রতি জমানো ঘৃণা সেই ভালোবাসারই প্রমাণ নয় কি? জয় (শুধুমাত্র একটা নাম)

Wednesday, 20 April 2016

....আফসোষ....

1) না বড় হলাম, না ছোটো রইলাম ... মনোবিচ্ছেদের দোরগোড়ায় এসে ... শুধু আত্মসমর্পণ করলাম । 2)সবাই বড় হচ্ছে , আর অভিগ্য হচ্ছে, আমার মনে শুধুই... অশনী সংকেত ... বাচ্চা দেখলে তাই... হিংসে হয় আজকাল... মনে হয়... আরো কিছু সময় ছিলো... শৈশবকে আঁকরে রাখার ... যে সময়টা চলে গেলো ... রেখে মনে রেষ ... তাকে নিয়েই ... জীবন বাঁচা ... এখন থেকে শেষ । জয় (শুধুমাত্র একটা নাম)