My Bengali Poem
Thursday, 28 April 2016
...'মনে রেখো বৃষ্টির ছোঁয়া'....
শুধু বন্ধু হয়ে থেকো ।...
আকাশ তো চাইলেই হওয়া যায় ।...
কিন্তু ...
মেঘ হয়ে বৃষ্টির ছোঁয়া ....
কজন দেয় বলো ।....
তাই...
ভালো থেকো ...
মনে রেখো ।
জয় (শুধুমাত্র একটা নাম)
Wednesday, 27 April 2016
.... আভাস....
ভাষাহারা মন ...
আভাস পেয়েছে আবার...
তোর ভালোবাসার ।
কে বলেছে ...
পাওয়ার নামই শুধু ভালোবাসা ।
তোর এতদিনের জমানো রাগ ...
আর আমার প্রতি জমানো ঘৃণা
সেই ভালোবাসারই প্রমাণ নয় কি?
জয় (শুধুমাত্র একটা নাম)
Wednesday, 20 April 2016
....আফসোষ....
1) না বড় হলাম,
না ছোটো রইলাম ...
মনোবিচ্ছেদের দোরগোড়ায় এসে ...
শুধু আত্মসমর্পণ করলাম ।
2)সবাই বড় হচ্ছে ,
আর অভিগ্য হচ্ছে,
আমার মনে শুধুই...
অশনী সংকেত ...
বাচ্চা দেখলে তাই...
হিংসে হয় আজকাল...
মনে হয়...
আরো কিছু সময় ছিলো...
শৈশবকে আঁকরে রাখার ...
যে সময়টা চলে গেলো ...
রেখে মনে রেষ ...
তাকে নিয়েই ...
জীবন বাঁচা ...
এখন থেকে শেষ ।
জয় (শুধুমাত্র একটা নাম)
Sunday, 27 March 2016
কাঙ্খিত
যখন/ গন্তব্য সন্ধানে /আমি দিশেহারা ।/
মন /ভালোবাসা /
আর ভালোলাগার/ অবৈধ খেলায় মত্ত ।/
আমি তখন/ খোলা ফরমান দেই/
সমাজের উদ্দেশ্যে/
আমি /অসভ্য ছিলাম /
অসভ্য আছি /অসভ্য থাকবো । /
মনে আগুন লাগলে/
জলপ্রপাত হয়ে/ এগিয়ে যাওয়া /
আমার /অভিপ্রায় নয়/
বরং /
চরম ইন্ধনে ঝাপিয়ে /
জ্বলে পুড়ে মরাই/
আমার কাঙ্খিত।/
জয় (প্রাচীন বিদ্রহী নাম)
পার্থক্য
*** তিব্র অনুশাসন আর বিশধর সাপের মধ্যে পার্থক্য কোথায় জানো ?
সাপ রাজনীতি চেনে না ।
জয়(প্রাচীন বিদ্রহী নাম)***
Subscribe to:
Posts (Atom)